| | [bangla_day], [bangla_date], [hijri_date] |

বিএনআইসির অগ্নিবীমা দাবির চেক হস্তান্তর

প্রকাশিতঃ 6:46 am | November 18, 2020

এক বিজ্ঞপ্তিতে বিএনআইসিএল জানায়, প্রতিষ্ঠানটির পরিচালক তায়েফ বিন ইউসুফ চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) থিআনিস এ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান খানের কাছে অগ্নিবীমা দাবির ১ কোটি ৩৮ লাখ ৩৩ হাজার ১৪৪ টাকার চেক হস্তান্তর করেন।

এ সময় কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. সানা উল্লাহ্ এবং দাবি ও পুনঃবীমা বিভাগের প্রধান এটিএম মালেকুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Matched Content

দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম সংবাদের কোনো সংবাদ, তথ্য, ছবি,আলোকচত্রি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে র্পূব অনুমতি ছাড়া ব্যবহার করা সর্ম্পূণ বেআইনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোন কমেন্সের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়।